1. [email protected] : admin :
মঙ্গলবার, ০৩ মে ২০২২, ০৩:৩৯ অপরাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
গোপনে দান করার ফজিলত; সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইন্তেকাল করেছেন ; আজ পবিত্র জুমাতুল বিদা; ঢাকা কলেজে র‍্যাব ও ডিবির অভিজান; তারাবীর নামাজের ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। অপরাধটা কী আওয়ামী লীগের? ‘যে তারা সরকারকে উচ্ছেদ করতে চায়।’ আতসবাজি তৈরীর গোডাউনে বজ্রপাত; বদরের চেতনা জেগে উঠুক মুমিন হৃদয়ে; কুমিল্লা পাসপোর্ট অফিসে এলেই সাংবাদিকগো ক্যামেরায় পাওয়ার বাড়ে… জাল দলিল, প্রতারনা ও জবরদখলের সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল; নিখোঁজ ইলিয়াস আলী সম্পর্কে স্ত্রী লুনা। টিসিবি কার্ড পেয়েছেন প্রবাস ফেরত ব্যক্তি, মেম্বরের বাবা, ছেলে, বোনসহ সচ্ছল আত্মীয়-স্বজনরা। পাসপোর্টের বড় ঘুষখোরের তালিকায় এবার সচিবের নাম, ঈদের পর সরকার পতনের আন্দোলন শুরু; দুলু, জলঢাকায় স্কাউটস দিবস উপলক্ষে মাক্স বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত। একেকটি পরিবার দুই-তিনটি গাড়ি বের করবেন আবার ট্রাফিক জ্যাম হলে গালি দেবেন, এটা তো চলবে না।’ সত্য বাদী গাঁজা খোর গ্রেপতার হয়ে হেসে দিলেন, হাসলেন পুলিশ জনতাও; চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামী আশিষ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‍্যাব; অধিকার মর্যদায় বৈষম্য হলে যেতে পারবেন আদালতে সংসদে বিল উত্থাপন; মানবতাবিরোধী অপরাধে সাবেক আ.লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ড;

ফুটপাত দখলমুক্ত রাখা কি এতই কঠিন?

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

ফুটপাত দখলমুক্ত রাখা কি এতই কঠিন?

শাহাদাৎ হোসেন

ব্যস্ত সড়কের পাশে ফুটপাত তৈরি করা হয়েছে মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। ফুটপাত ব্যবহার করে মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে, সেজন্য এর পাশে দোকানপাট নির্মাণ বা ফুটপাতের ওপর হকারদের বসতে দেওয়া উচিত নয়। কিন্তু বাস্তবে এর বিপরীত চিত্রই দেখা যায়। ফুটপাতের পাশে গড়ে ওঠা দোকান গুলোর মালামালেই দখলে থাকে ফুটপাতের অর্ধেক জায়গা। ফলে ফুটপাতে চলাচল করতে পথচারীদের অসুবিধা হয়। অনেক সময় ফুটপাতের এ অবস্থার জন্য পথচারীদের রাস্তার পাশ দিয়ে চলতে হয়। বিশেষ করে নারীদের চলাচলে বেশি অসুবিধা দেখা দেয়। এসব দোকানে জনসাধারণের ভিড়ের কারণে নারী পথচারীদের চলাচল করতে হিমশিম খেতে হয়। ফলে বাধ্য হয়ে তাদের প্রধান সড়কে হাঁটতে হয়।

রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের অন্যান্য শহর এবং গ্রামাঞ্চলের বাজার থেকে শুরু করে সবখানেই ফুটপাতে ব্যবসা করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এর ফলে জনগণের চলাচলের স্থানে অস্থায়ী দোকানপাট এমনভাবে স্থায়ী হয়ে যাচ্ছে যে তাদের উচ্ছেদ করতে গেলেও অনেক সময় প্রশাসনকে জটিলতার মধ্যে পড়তে হয়। সড়কে যানজট দেখা দিলে অনেক সময় মোটরসাইকেল চালক ফুটপাতের পথ ব্যবহার করে থাকে, এতে করে নিরাপদ ফুটপাতও অনিরাপদ হয়ে যাচ্ছে এবং কিছু দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছে। যেখানে নিরাপদে হাঁটার জন্য ফুটপাত তৈরি করা হয়েছে, সেখানে ট্রাফিক নির্দেশনা না মেনে মোটরসাইকেল চালকরা ফুটপাতকে ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত করছে।

ফুটপাত দখলমুক্ত করার জন্য বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং ফুটপাত দখলমুক্ত করাও হয়। কিন্তু কিছুদিন পরই অবৈধ শক্তির ছত্রছায়ায় প্রভাবশালীরা সেই ফুটপাত আবার দখল করে নেয়। প্রভাবশালীরা ফুটপাত দখলে এতটাই শক্তিশালী যে তারা সরকারের কোনো আইন না মেনে, দেশের সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ফুটপাত দখল করে রাখছে। এসব প্রভাবশালীর বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনের প্রয়োগ করতেও সক্ষম নয় বলে মনে হয়।

দেশের নিম্ন আয়ের মানুষরাই মূলত ফুটপাতে বসে ব্যবসা করে থাকে। আমার মতে, প্রথমে ফুটপাত ব্যবসায়ীদের অন্য কোনো স্থানে ব্যবসা করার ব্যবস্থা করে দিয়ে তারপর ফুটপাত দখলমুক্ত করার কাজে হাত দিলে সুফল পাওয়া যাবে এবং ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হবে, এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে না।

শাহাদাৎ হোসেন : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

shahadathossain9283@gmail

প্রতিদিনবিডি২৪/

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen