পরিত্যক্ত
ডা.হেদায়েতুল ইসলাম বাদল ;
………………..
ঘরে ঢুকে প্রথমেই চোখ পড়ে দেয়ালে,
খসে পড়া চুন, ইট-সুরকির খোয়ায়
ফাটলের সরু দাগ দেখা যায়
নড়বড়ে, জং ধরা পেরেকের সাথে
ঝুলে আছে পুরনো দেয়ালঘড়ি,
অচল, সাড়াশব্দহীন !
ধুলো সরিয়ে রঙ জ্বলা ইজি চেয়ারে
বসি, দোল খাই ! নড়ে ওঠে কড়িকাঠ,
ভাঙাচোরা ঝাড়বাতি, ঝাপসা
কুয়াশার মতো বাতিল আয়না
নেমে আসে, হাঁটু গেড়ে বসে,
আমার কপালে বলিরেখা বেড়ে যায় !
দমকা হাওয়ায় খুলে যায় জানালার খড়খড়ি,
শার্সীতে হাত রাখেন প্রপিতামহ, জ্বলে
ওঠে চোখ, হাতের অনুজ্জ্বল লন্ঠন
দপ্ করে নিভে যায়, সদর দরোজায় তখন
আমি নই, নেচে ওঠে মুন্ডুহীন অজগর
চিবিয়ে চিবিয়ে খায় পথভ্রষ্ট নাগচম্পা ফুল !
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৮ঃ৩৩ মি. রাত
৩০ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/সুমন হাসান;
Leave a Reply