1. [email protected] : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২০, ০১:৪১ অপরাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
প্রাইজবন্ডের ১০০তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ০৯০৭৪৮৫. করোনায় মারা গেলেন টেলিভিশন ব্যক্তিত্ব বরকত উল্লাহ। নবাব মীর্জা মুহম্মদ সিরাজউদ্দৌলার ২৬২তম মৃত্যুবার্ষিকী আজ। কুড়িগ্রাম ধরলা সেতু, স্ত্রীর সামনেই নদীতে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা গ্রাম পঞ্চায়েতে কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে একজন নিহত; বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা কর্মীদের প্রতি খালেদা জিয়ার আহ্বান। কোরবানির সময় গরুর লাথিতে মৃত্যু। শোকের মাস শুরু; মিরপুরে ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ড। নারায়নগঞ্জের আলহাজ্ব লেহাজ কবিরের ঈদ শুভেচ্ছা দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে : তথ্যমন্ত্রী; ৩মাসে দুর্নীতি দূর করতে ১০ কর্মকর্তার উইং চান অতিরিক্ত সচিব। পল্লবী থানায় বিস্ফোরণে আইএসের জড়িত থাকার দাবি বোগাস: পুলিশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে রাশিয়া! শিক্ষার্থীদের খুব শিগগিরই সুখবর; দীপুমনি মহাসচিব পদ থেকে সরানোয় আমি অন্যদিকে সময় দিতে পারছি: রাঙ্গাঁ বিষাক্ত ইনজেকশন প্রয়োগে মারা হবে মাদক ব্যবসায়ীদের। পরিত্যক্ত ফেসবুক লাইভে এসে মেয়েটি বলল, প্লিজ কেউ আমার আম্মুকে বাঁচান; রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণ, ওসিসহ ৫পুলিশ আহত।

রপ্তানিমুখী পোশাকশিল্পে শ্রমিকদের তিন মাসের বেতন দেবে সরকার।

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসের প্রভাবে রপ্তানি খাতের শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করবে সরকার। তবে এই অর্থ ২ শতাংশ সুদে পরবর্তীতে ১৮টি কিস্তিতে পরিশোধ করতে হবে পোশাক কারখানার মালিকদের। এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত সার্কুলার জারি করবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

এতে বলা হয়, তবে তারা কিস্তি দেওয়া শুরু করবেন ছয় মাস পর থেকে, যেটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। নীতিমালায় আরও বলা হয়েছে, শ্রমিক কর্মচারীদের বেতন ব্যাংক অবশ্যই তাদের মোবাইল বা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করবে। এতে বলা হয়, উৎপাদিত পণ্যের অন্তত ৮০ শতাংশ রপ্তানি হয় এমন সব প্রতিষ্ঠান এ তহবিল থেকে অর্থ নেওয়ার যোগ্য হবে।

পাশাপাশি সংকট চলাকালীন তথা এপ্রিল, মে ও জুন- এ তিন মাসের শ্রমিকদের বেতন-ভাতা এ তহবিল থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে হবে। অর্থ মন্ত্রণালয় থেকে এমন কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের নামে ৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে। তার বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর কাছে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকরা এই তহবিল থেকে ঋণের জন্য আবেদন করবেন। তার পরিপ্রেক্ষিতে শিল্প-মালিকদের নামে ঋণ হিসেবে তহবিল থেকে অর্থ দেওয়া হবে। এই ঋণের মেয়াদ হবে দুই বছর। এর মধ্যে ছয় মাস গ্রেস পিরিয়ড থাকবে। সরকার কোনো ধরনের সুদ নেবে না। যে ২ শতাংশ সুদ শিল্প-মালিকদের কাছ থেকে নেওয়া হবে, তা ঋণ বিতরণকারী ব্যাংক সার্ভিস চার্জ হিসেবে নেবে।

প্রতিদিনবিডি24/

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen