অনলাইন ডেস্ক ;
রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাষানটেকের জামাল কোট বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ছালেহ উদ্দিন আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে পাশে লাগোয়া বস্তিতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।
এর আগে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
প্রতিদিনবিডি২৪/আসলাম
Leave a Reply