ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস৷
হিন্দুস্তান টাইমস তাদের বাংলা অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক ঘাতক রিসালদার মোসলেমউদ্দিনকে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে ভারত।
দেশটির শীর্ষ একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে তারা বলছে: মোসলেমউদ্দিনকে ইতোমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে সম্ভবত তুলে দেওয়া হয়েছে। তবে হস্তান্তরকৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বাংলাদেশ।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপথগামী অফিসার। সেই দলের সামনের সারিতে ঘাতক মোসলেমউদ্দিন। তিনি বঙ্গবন্ধুকে নিশানা করে গুলি চালান বলে বিচারে প্রমাণিত হয়েছে।
২০০৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। রায়ের পর সে দেশের স্থলবন্দর ব্যবহার করে দেশ ছাড়ে মোসলেমউদ্দিন।
গত ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রেপ্তার হয় বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামী বরখাস্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ। করোনা পরিস্থিতিতে ভীত হয়ে গ্রেপ্তারের ১৫ দিন আগে মাজেদ ভারত থেকে স্থলপথে বাংলাদেশে আসে। এরপর ১২এপ্রিল কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর হয়।
এর আগে দীর্ঘ ২ দুই যুগের কাছাকাছি সময় সে ভারতে আত্মগোপনে ছিল। ধারণা করা হচ্ছে, মাজেদের দেওয়া তথ্য অনুযায়ী মোসলেমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিদিনবিডি24/একে আজাদ।
Leave a Reply