যেভাবে আসে শব্দের পাখিরা
…………………………………………..
ডা. হেদায়েতুল ইসলাম বাদল।
মাঝে মাঝে কি যেন হয়
নস্টালজিয়ার নীলবর্ণ ভ্রমের আগুন
পুড়িয়ে দিয়ে যায় ঘুমহীন আক্ষেপের যতো রাত
নক্ষত্রেরা মধুচন্দ্রিমাতে নিভে যায়
থেমে যায় অদৃশ্য নীরবতার হাতছানি
কোন এক অচেনা অশ্বারোহী
চন্দ্রগ্রহণের রাতে জোছনা দেখাবে বলে
ছলনাময়ী প্রাচীন প্রেমিকার মতো
ভাংচুর করে আমাকে আমারই ভিতর
এক ফালি চাঁদের সাথে দেখা হবে বলে
বেলোয়ারি আকাশে যেমন
নীলিমায় বেড়ায় ভেসে যাযাবর মেঘ
আমার প্রতিবিম্ব হয়ে তেমনি
আগুনের আলখেল্লা পড়ে কে যেন
বারবার দাঁড়ায় এসে আমার পেছনে-
আলোর ওপাশে মিলিয়ে যাবার আগে
দৈবযোগে জানিয়ে দিয়ে যায়
কিছু অমিয় ভজন- সুধাসঞ্জীবন আমার কানে,
সযত্নে সংগোপনে……
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৭ঃ৫২ মি. সন্ধ্যা
১২ এপ্রিল ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/ডা,হেদায়েতুল ইসলাম বাদল।
Leave a Reply