সন্ধ্যার বিষণ্ণ সংলাপ
……………………………………………..
তিনি আমাকে একটি প্রশ্নই করেন বারবার
কি যেন বলেছিলে তোমার নাম ?
আমি আমার নাম বলি প্রতিবার
দীর্ঘ একটি নিঃশ্বাসের সাথে
চোখ মেলে অনন্ত আকাশের দিকে
এই চরাচরে তাঁর সমূহ পর্যটন
আনন্দ বেদনার স্মৃতি
উল্টেপাল্টে সব দেখে নিতে চান পুনর্বার
মাকে দেখে খুব আফসোস করে বলেন
‘ইস্ আপনি একজন অবলা নারী
কিভাবে পড়ে আছেন এখানে ?
আপনার কি বাড়ি ঘর স্বামী সন্তান কিছু নেই ?’
খুব আশ্চর্য হয়ে মা একবার আমার দিকে
আর একবার তাঁর দিকে তাকিয়ে
ইহকাল পরকালের ব্যবধান দেখতে পান…
তিনি আকাশ থেকে সরিয়ে
তার জলে ভরা অবুঝ দুটি চোখ
আনমনে আমার দিকে ফেরালে
আমি এবং মা দুজনে মিলে
তাকে জায়নামাজে বসিয়ে দিয়ে বলি
‘বাবা, মাগরিবের আযান হয়ে গেছে’…….!!
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
৯ঃ৪২ মি.
১৪ এপ্রিল ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/বাদল
Leave a Reply