নিজস্ব প্রতিনিধি ; হাসান
গণপরিবহন বন্ধ থাকলেও করোনার ভয়কে উপেক্ষা করেই বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন অনেকে। এ সময় রাজধানীতে থেকে যাওয়া যাদের জন্য কষ্টকর তারাই ঝুঁকি নিয়ে ছাড়ছেন ঢাকা । সোমবার ঈদ। কিন্তু সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ। তাই রবিবার বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন নিম্নবিত্ত মানুষ। উচচ বিত্তরা ব্যক্তিগত যানে গ্রামে গেলেও যাদের ব্যক্তিগত যানে যাওয়ার উপায় নাই তারাই ভীড় করছেন গাবতলীসহ বিভিন্ন বাসস্ট্যাণ্ডে। সাধারণ ছুটির কারনে যারা গাড়ী চালাতে পারছিলেন না, ঈদের আগে তারাও চেয়েছিলেন সুযোগকে কাজে লাগাতে। কিন্তু যাত্রীর চেয়ে গাড়ীর সংখ্যা বেশী হওয়ায় তারাও হতাশ। আর সব ঈদেই বাড়ী যেতে মানুষের সবচেয়ে বেশী ভীড় থাকে যেই কমলাপুর স্টেশনে – সেখানে নেই তার চিরচেনা রুপ।
প্রতিদিনবিডি২৪ / হাসান
Leave a Reply