অনলাইন ডেস্ক ;
এ বছর হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ, গণমাধ্যমে বহুবার এসেছে এমন খবর। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা। বৃহস্পতিবার জরুরি সভায় আসবে দিক-নির্দেশনা। করোনা ঝুঁকিতে ক্রিকেটে যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি, সেটার অনুমোদন মিলবে বুধবারের প্রধান নির্বাহীদের সভায়। সবমিলিয়ে এই সপ্তাহে ব্যস্ত থাকবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
করোনায় সংকটের মুখে ক্রিকেট সূচি, শুরুর প্রক্রিয়ায় গতি আনার সঙ্গে আগামীর করণীয় ঠিক করা জরুরি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি এ সপ্তাহে সরব। তিন গুরুত্বপূর্ণ সভায় আছে গুরুত্বপূর্ণ সব এজেন্ডা।
জুলাইয়ে শশাঙ্ক মনোহরের মেয়াদ পূর্ণ হবে, পরবর্তীতে চেয়ারম্যান পদে কে আসবেন? তার প্রক্রিয়া কেমন হবে, সেটা ঠিক হয়ে যাবে এ সপ্তাহে। সৌরভ গাঙ্গুলি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন, সেই গুঞ্জন জোরালো।ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনের একাংশ গাঙ্গুলিকে সমর্থন দিচ্ছে।
বুধবার প্রধান নির্বাহীদের সভা। করোনা সতর্কতায় ক্রিকেট কমিটির প্রস্তাবনা মূল এজেন্ডা। কুম্বলের নেতৃত্বে এই কমিটি থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার কথা বলেছে, সেই সঙ্গে ম্যাচ অফিসিয়াল নিয়েও আছে দিকনির্দেশনা। সেই প্রস্তাবনার অনুমোদন মিলবে প্রধান নির্বাহীদের সভায়।
তবে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ সভার জন্য অপেক্ষা বেশি। আইসিসি বোর্ড সদস্যদের আলোচনায় নির্ধারিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। গণমাধ্যমের অনেকে যদিও আগেভাগে জানিয়ে রেখেছে, পেছাবে অস্ট্রেলিয়ার কুড়ি ওভারের ক্রিকেট মহাযজ্ঞ।
বিশ্বকাপ পেছালে সেটা কবে নাগাদ করা সম্ভব? ২০২১ থেকে ২০২৩ এর মধ্যে কখন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সমন্বয় করা যায়, সে চিন্তায় নাকি বিপাকে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সঙ্গে আছে আইপিএল ইস্যু, বিশ্বকাপকে সরিয়ে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট অক্টোবর-নভেম্বর স্লটে চলে যাবে কিনা, সে বিতর্কের সমাধান আসবে এই সভা থেকে।
/একেএ/
Leave a Reply