1. [email protected] : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২০, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
*সত্য প্রকাশে আমরা দূর্বার*বিজ্ঞাপন, প্রচার ও সাক্ষাতকারের জন্য ০১৭১১ ৩৩৬২৩৩ নাম্বারে যোগাযোগ করুন।*
প্রধান খবর
মাদ্রাসার অফিস সহকারীকে হেনস্তা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার। পরিবহনে সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হতে আইজিপির নি‌র্দেশ। ৪ মোবাইল নম্বর ৩০৬ উপকার ভোগীর বিপরীতে ; সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত। করোনা থেকে রক্ষা পাওয়ার বড় হাতিয়ার মাস্ক: স্বাস্থ্য অধিদপ্তর। না ফেরার দেশে চলে গেলেন ফতুল্লার বিশিষ্ট শিল্পপতি হাজী আলাউদ্দিন চিশতি! দেশে মোট করোনা শনাক্ত রোগী ৫৭৫৬৩ জন, মৃত ৭৮১জন। রানা প্লাজার মালিক রানার বাবা আবদুল খালেক করোনায় মারা গেছেন। কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী গ্রেপতার। বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মটরসাইকেল আরোহী ও ১পথচারী নিহত। পরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি স্থগিতের রিট শুনানি আজ।

রানা প্লাজার মালিক রানার বাবা আবদুল খালেক করোনায় মারা গেছেন।

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ; নাসি,

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভারে ধসেপড়া সেই রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আবদুল খালেক (৬০)। আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেকের করোনা ‘পজেটিভ’ ছিল বলে এনাম মেডিকেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আব্দুল খালেকের স্বজনেরা জানান, গত রবিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে করোনা পরীক্ষার পরামর্শ দেন।
গত সোমবার সেখানে তার নমুনা দেওয়া হয়। কিন্তু ফলাফল পাওয়ার আগেই আজ ভোরে তিনি মারা যান। তবে পরে রিপোর্টে করোনা পজিটিভ আসে।
প্রসঙ্গত, সাত বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৮ জন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও ২ হাজার ১৬৯ জন। এ ঘটনায় মোট তিনটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে অপর মামলাটি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে অপর মামলাটি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে। মামলাগুলোতে আব্দুল খালেক আসামি ছিলেন।

প্রতিদিনবিডি২৪/নাসি

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen