নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি; আল-আমিন বিন কবির
করোনা মহামারীর শুরু থেকেই রেডজোন হিসেবে চিহ্নিত হয়ে আছে নারায়ণগঞ্জ, যেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩১৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৫ জন। সেই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দাপা-শিয়াচর এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে করা হয় অহেতুক শো-ডাউন।
দাপা-শিয়াচর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহমেদের পুত্র জাহাঙ্গীর, ভাই আশরাফ আলী এবং উনার ভাতিজা দিপুর নেতৃত্বে বহিরাগত বিভিন্ন এলাকা থেকে শতাধিক ভাড়াটিয়া কিশোরদের নিয়ে করা হয় এই মিছিল।
বিশেষ সূত্রে জানা যায়, দাপা-শিয়াচর এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে বিরোধের জের ধরে গত ১ জুন থেকে দুই দিন যাবৎ করোনা মহামারীর এই প্রতিকূল পরিস্থিতিতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে প্রভাব বিস্তারের লক্ষে শো-ডাউন ও মিছিল করে যাচ্ছেন জাহাঙ্গীর, আশরাফ আলী ও দিপু।
এলাকাবাসী এই ঘটনায় অত্যন্ত ক্ষিপ্ত ও ভীতিকর অবস্থায় রয়েছেন। বহিরাগত এতো মানুষের লোকসমাগমে এলাকার মানুষ করোনা ঝুঁকির আশঙ্কায় আছেন। করোনার এই ক্রান্তিকালে প্রভাব বিস্তারের মতো অহেতুক কারণে লোক সমাগম এলাকায় বিরুপ অবস্থার সৃষ্টি করেছে।
প্রতিদিনবিডি২৪/আল-আমীন বিন কবির
Leave a Reply