নারায়ণগঞ্জ প্রতিনিধি; আল-আমিন বিন কবির
সাইনবোর্ড এলাকায় ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে করোনা উপসর্গের কোনো রোগীকে ভর্তি নেওয়া হয় না। হাসপাতালটিতে রয়েছে ২৫০টি বেড এবং ১০টি বেডের আইসিইউ ইউনিট।
সম্প্রতি একজন যুবক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসার জন্য গেলে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে সেই যুবক। মৃত্যুর পর তার করোনা রিপোর্ট ছিলো নেগেটিভ।
শুধুমাত্র করোনা উপসর্গ থাকায় চিকিৎসা না দেওয়া এবং বিনা চিকিৎসায় মৃত্যু, এই ব্যাপারটি কোনো মতেই মেনে নিতে পারেনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। করোনা উপসর্গের রোগীদের ভর্তি নিতে এবং চিকিৎসা প্রদানের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংসদ শামীম ওসমান। নাহলে নিজেই সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে এই হাসপাতালে গিয়ে যা যা ব্যবস্থা করার করবেন বলে তিনি জানান।
সাংসদ শামীম ওসমানের এই ক্ষোভ প্রকাশকে যথেষ্ট যুক্তিসংগত বলে স্বীকার করেন প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম রায়হান। তিনি নিজেদের স্বাস্থ্য কর্মী সংকটের কথা জানান এবং হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসোলেশন ইউনিট প্রস্তুত হয়েছে বলেও নিশ্চিত করেন। তিনি আশা করছেন খুব শীঘ্রই করোনা রোগীদের চিকিৎসা দিতে পারবে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রতিদিনবিডি২৪/ আল আমীম বিন কবির,
Leave a Reply