যাহা বলিব সত্য বলিব
ডা. হেদায়েতুল ইসলাম বাদল;
……. ……. …… …… …
সাগর পাড়ে পড়েছিলে তুমি, বোমায় ক্ষত বিক্ষত, রক্তস্নাত ! মৃত্যুর স্বাদ নিতে নিতে বলেছিলে
“আমি ঈশ্বরকে সব কিছু বলে দিব,
নালিশ করবো তোমাদের নামে”-
জানি, ঈশ্বরকে তুমি সব বলে দিয়েছো
ঈশ্বর শুনেছেন তোমার সব অভিযোগ !
তিনি শুনেছেন তোমার কষ্টের কথা,
তিনি শুনেছেন তোমার কান্নার কথা,
তিনি শুনেছেন, তোমার বুকফাটা আর্তনাদের কথা !
ঈশ্বর তাই, তার কাঠগড়ায়, এই পৃথিবীকে
এবার করেছেন তোমার মুখোমুখি !
এই পৃথিবী আজ ধ্বংস হতে চলেছে
মানচিত্রের নামে, এই পৃথিবী আজ
বিনাশ হতে চলেছে, ক্রুসেডের নামে !
হে ঈশ্বর, আমাদের ক্ষমা করে দাও
এই নিরপরাধ মজলুম দেবশিশুর
সব অভিযোগ, এই পৃথিবী থেকে তুমি
একে একে উঠিয়ে নিয়ে যাও !
নোনা জলে মিশে যাওয়া তোমার রক্ত, হে দেবশিশু
ঢেউয়ের ফেনায় কখনো ফিকে হবেনা
সজল মেঘের ডানায় তোমার অশ্রু
বৃষ্টির সাথে কখনো ঝরে যাবেনা
তুমি দেখে নিও, আমরা আবার মানুষ হবো !
উপড়ে ফেলে দেব সব বিষবৃক্ষ, শেকড়সহ !
এই ধূসর আকাশ আবার গাঢ় নীল হবে
এই বিষাক্ত বাতাস আবার, আরো নির্মল হবে
ক্ষমা করে দিও, হে দেবশিশু,
আমাদের ক্ষমা করে দিও……
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
১ঃ১২ মি. মধ্যহ্ন, ১৮ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply