বুকপকেট
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
………………………..
বেরিয়ে পড়ার আগে আরও একবার
আয়নার সামনে দাঁড়ালাম
চুলের সিঁথি, শার্টের কলার, ইত্যাদি
সব ঠিকঠাক আছে কিনা
খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে দেখি
পারফিউম টা আরো একবার
স্প্রে করে, পকেটে ঢুকিয়ে নিই বেনসনের
সোনালী প্যাকেট, দামি লাইটার, ছোট্ট চিরুনি
প্রায় বছর পাঁচেক, দেবযানির পেছনে ঘুরঘুর
করে, আজই প্রথম শিডিউল পেয়েছি
দেখা হবে কলেজ স্ট্রীটে, বিকেলে
কফি হাউসের দোতলায়
মুখোমুখি বসে আছে দেবযানি,
হাতে কফির পেয়ালা, চোখে
খুশির ঝিলিক, পার্স থেকে
একটি নীলখাম, আমার হাতে
ধরিয়ে দিয়ে বললো
“এই চিঠিটি তোমার বন্ধু হিমেলকে
পৌঁছে দিও নিখিলেশ’ !
খামের পিঠে তীরবিদ্ধ হৃৎপিন্ড,
কিছুটা রক্ত গড়িয়ে যায়,
ভিজে যায় আমার বিধ্বস্ত বুকপকেট !
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
১ঃ৩১ মি. এ এম
১৯ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
সবাই কে
অনেক শুভেচ্ছা ।
শুভ কামনা প্রিয় পাঠক ।