মরীচিকা
ডা.হেদায়েতুল ইসলাম বাদল,
………………………………….
বিস্ময়কর এক স্বপ্নের মাঝে হাঁটছি !
উদ্দেশ্যহীন পরিব্রাজক,
মাথায় মাংকি ক্যাপ, পিঠে ঝোলানো ব্যাগ
শতাব্দী কয়েক আগের এক মরুপ্রান্তরে, একা,
আমাকে হঠাৎ চমকে দিয়ে
উটের পিঠে এক সুদর্শন সওয়ারী
খেজুর বাগানের মাথায়
ধীরে ধীরে ভেসে উঠলেন
হাতের ঈশারায় আমাকে মৌন হতে বলে
আমার পথরোধ করে দাঁড়ালেন !
কালো পাগড়ী, মেহেদী রঙের দাঁড়ি,
সাদা সুদীর্ঘ আলখেল্লা,
হাতে চকচকে রুপায় মোড়ানো লাঠি
থৈ থৈ বালুর উপরে লাঠি দিয়ে লিখে চললেন
জয়তুন ফুলের সব অজানা কাহিনী
লেখা শেষ করে আমার দিকে তাকালেন।
তার চোখে প্রশ্ন, আমি বুঝতে পেরেছি কিনা !
আমি বুঝলাম এবং আমার ঘুম ভেঙে যেতেই
নতুন একটি কবিতা আমি লিখতে পারলাম !
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
১১ঃ২৯ মি. রাত
২১ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ ;
Leave a Reply