জেগে আছি
ডা.হেদায়েতুল ইসলাম বাদল
………………………..
নৈঃশব্দের চূড়া থেকে নেমে আসে
অনিদ্রার কালো পাখি
পেশাদার খুনীর মতো চোখ,
মাথায় গোলটুপি, গলায় রুদ্রাক্ষের মালা
নাগপঞ্চমী রাতে, রক্তজবা ফুল খেতে ভালোবাসে !
ঋতুর রসায়ন ভুলে বসে আছো ?
আজ বসন্ত কালে গাছের পাতা ঝরে যায়,
কুরঙ্গগঞ্জনে পালিয়ে বেড়ায় নিষ্পাপ হরিণ শাবক!
কতো নক্সবন্দিয়া মোজাদ্দেদী কুলীন কাপালিক যজ্ঞসূত্র বিলিয়ে দিয়েছে নর্তকীর পায়ে !
ক’জনে জানে ব্রক্ষ্মপুত্রের প্রণয় কাহিনী, পরকীয়া ?
মুনাফাখোর মাতাল মহাজনের নিথর দেহ,
দ্যাখো, পড়ে আছে বীনা মাসির নিষিদ্ধ পল্লীতে !
আমাদের অনর্গল প্রেম ছিল,
হাতে, মুখে ছিল শৃঙ্গারের বিবিধ কৌশল
রতিসুখে আমরাও কোলবালিশ টেনে ঘুমাতাম !
আমাদের আঙুলে ছিল অব্যর্থ লক্ষ্যভেদ,
আশ্চর্য নিশানা, ঘুমহীন রাতে !
ডা. হেদায়েতুল ইসলাম বাদল
ধানমন্ডি
১০ঃ২৮ মি.
২৪ জুন ২০২০ খ্রীস্টাব্দ
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply