আবুল কালাম আজাদ;
নাসির হোসেনের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক এই কামনা করি।
সম্প্রতি নাসির হোসেনের বিবাহ নিয়ে যে মুখরোচক খবর প্রকাশিত হচ্ছে নিয়মিত আমি তার জন্য দুঃখিত ও বিব্রতবোধ করছি। বিবাহ সম্পূর্ন কারো ব্যক্তিগত ও পারিবারিক একটি বিষয়। এ বিষয় যদি কোনো অনিয়ম হয়ে থাকে এজন্য তার পরিবার বা ভুক্তভোগীরা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনের আশ্রয় গ্রহন করতে পারে, সেখানেই তার সমাধান হওয়া বাঞ্ছনীয়।
প্রত্যেক মানুষ তার ব্যাক্তিগত জীবন নিয়ে একান্ত ভাবে সম্মানের সাথে আত্ম পরিতৃপ্তির সাথে জীবন যাপন ভোগ করতে চায়।
তাছাড়া নাসির হোসেন একজন জাতীয় তারকা, বহিঃবিশ্বে দেশের খ্যাতি অর্জনে তারকাদের অনেক অবদান আছে। তার ব্যাক্তিগত জীবন নিয়ে সম্মান হেয় করা কাম্য নয়।প্রেম ভালোবাসা, বৈবাহিক জীবন, পারিবারিক জীবনে প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে জড়িত।সে পাঠক হোক বা লেখক হোক বা শ্রোতা হোক বা দর্শক হোক।
সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ন সম্মানী পেশা। কলম চলবে অপরাধ ও দূর্নীতির বিরুদ্ধে, কলম চলবে বস্তনিষ্ঠ গ্রহনযোগ্য খবর প্রকাশে।এটাই কাম্য। অপসাংবাদিকতা পরিত্যাজ্য।
প্রতিদিনবিডি২৪/ সাইকা;
Leave a Reply