আজ বাদ মাগরিব ঢাকা-১৪ আসনের নব নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আগা খাঁন মিন্টুকে নাগরিক গন সম্বর্ধনা দেন ৭নং ওয়ার্ডের রূপনগর বাসী।সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রূপনগর বাড়ী মালিক সমিতি সংগঠন “রূপনগর জনকল্যান সমিতি”।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ৭নং ওয়ার্ড সাবেক ও বর্তমান কাউন্সিলর, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এলাকার বাড়ী মালিক, ফ্লাট মালিক সহ সর্ব স্তরের সাধারন জনগন।
সভায় জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হাই হারুন বলেন এলাকার শৃঙ্খলার জন্য বস্তি উচ্ছেদ, লেক পরিস্কার করা অতিব জরুরী।তিনি উপস্থিত এমপি সাহেবের কাছে এলাকার বস্তি উচ্ছেদ করে লেক পরিস্কার করার জোড় দাবী জানান।
ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু বলেন মাননীয়া প্রধানমন্ত্রী গরীবের বস্তি উচ্ছেদ না করার পক্ষে, তিনি জানান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে লেকের নির্ধারিত জায়গায় লেক ঠিক রেখে লেকের সৌন্দর্য বর্ধন করে বাকী জায়গায় দরিদ্র মানুষের জন্য ফ্লাট নির্মানের অনুমোদন দিয়েছেন, যাহা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।
সভার সভাপতি জনকল্যান সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সভাপতি তৌহিদুল বাশার বলেন আমাদের এমপি সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা,তিনি যথেষ্ট দূরদর্শী সম্পন্ন,তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন।তিনি আমাদের এলাকার উন্নয়ন, এলাকার মানুষের উন্নয়নের জন্য যাহা উত্তম তাহাই করিবেন এ আশাবাদ ব্যক্ত করি।
প্রধান অতিথি এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আগা খাঁন মিন্টু তার বক্তব্যে এলাকার মানুষের দোয়া ও ভালবাসা কামনা করেন, এলাকার পুরানো স্মৃতি তুলে ধরেন। এলাকার ৭১এর স্বাধীনতা যুদ্ধের স্মৃতি তুলে ধরেন।১৯৬২সালে এলাকায় আওয়ামী লীগ নেতা পরে মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মাদবরের স্মৃতি তুলে ধরেন, এবং এলাকাটিকে একটি পূর্বস্মৃতি আদর্শ এলাকা হিসাবে উল্লেখ করেন।এলাকার কসাইখানা বা বৌদ্ধভুমির কথা স্মৃতিচারন করেন। তিনি কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনুর সাথে একমত পোষন করে বলেন আমি জানি এলাকায় লেকের সৌন্দর্য বর্ধন সহ জননেত্রী শেখ হাসিনা মেয়রের নেতৃত্বে এলাকায় সরকারী ফ্লাটের পরিকল্পনা করেছেন যাহা করোনা মহামারি না হলে এতদিনে বাস্তবায়ন হয়ে যেত।তিনি এলাকায় সকলকে কাধেঁ কাঁধ মিলে বসবাস করার আহ্বান জানান।জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকলের জন্য দোয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে তবারক বিতরন করা হয়।
প্রতিদিনবিডি২৪/একে আজাদ;
Leave a Reply