আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি ও এপ্রিলে এই দুটি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতিতে উভয় স্তরের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষা হয়নি।
‘অটোপাস’ (আগামী বছরের) পেয়ে এসএসসি পরীক্ষার্থীরা দশম শ্রেণিতে আর এইচএসসি পরীক্ষার্থীরা দ্বাদশ শ্রেণিতে উঠেছে। সারা বছরে তারা একদিনের জন্যও সশরীরে ক্লাসে বসতে পারেনি। এ অবস্থায় সিলেবাস শেষ করার পাশাপাশি ঘাটতি পূরণের লক্ষ্যে পরীক্ষা পেছানোর চিন্তা চলছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি পরের এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের ক্লাসের বিষয় আছে। কবে ও কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে তা পরে জানাতে পারব।
প্রতিদিনবিডি২৪/সাইকা;
Leave a Reply