1. [email protected] : admin :
শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন
আমাদের ভিষন;
*সত্য প্রকাশে আমরা দূর্বার*
প্রধান খবর
প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ; পদের মেয়াদ শেষ হয়েছে ১ মার্চ, গুরুত্বপূর্ন অনেক ফাইল এখনো তার বাসায়; দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল, আজকে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকে না: হাছান মাহমুদ; সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফের ছোট ভাই মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার; খোলা ট্রাকে টিসিবি’র পন্য বিক্রি শুরু; কুমিল্লায় ২১মামলার আসামী অস্ত্রসহ গ্রেপতার; বেপরোয়া মোটরসাইকেল চালানোয় লাশ হলেন তিন আরোহী ; জলঢাকায় ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ইসির টালবাহানা আর “মুলা” দেখিয়ে কোনো লাভ হবেনা : মির্জা ফখরুল ; ৬০ বছর বয়সের পর সবার জন্য পেনশন পদ্ধতি; স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধ চায় বরিশালের তরুণরা। রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক আলহাজ্ব রমজান আলী মাদবর; বর্ণাঢ্য আয়োজনে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত; দলকে তৃণমূল পর্যন্ত ঢেলে সাজানোর পাশাপাশি বিএনপি জামায়াতের অপ্রচারের জবাব দেবেন তারা। জাল নথি তৈরী ও দূর্নীতির আখড়া দীঘলিয়া ভুমি অফিস খুলনা; লিয়াকত ও প্রদীপের ফাঁসি, ৬জনের যাবজ্জীবন ৭জন বেকসুর খালাসের আদেশ; জলঢাকায় মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল ঢাকা এর শীতার্তদের মাঝে কম্বল ও শোয়েটার বিতরণ; ঘরের ইঁদুর বাঁধ কাটলে দোষ দেব কাকে? মেট্রোরেলের শেষ ভায়াডাক্ট বসলো জাতীয় প্রেসক্লাবের সামনে; জলঢাকায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদ উদ্বোধন;

চালু হচ্ছে “ঢাকা নগর পরিবহন”

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

আগামী ২৬ডিসেম্বর থেকে রাজধানীতে কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস চালু হচ্ছে।কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে সবুজ রঙের ৫০টি বাস নিয়ে পরীক্ষামূলক এ সার্ভিস চালু হবে। এজন্য ই-টিকিটিং ব্যবস্থা, বাস স্টপেজ ও বাস বে নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আগামীকাল থেকে রাজধানীতে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে পারবে না। এজন্য অভিযান চালিয়ে আটককৃত বাস মাতুয়াইলে ডাম্পিং করা হবে।

 

রোববার বিকেলে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির ২০তম সভা শেষে কমিটির সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

সভায় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বিআরটিসিরি ৩০টি দ্বিতল বাস এবং ব্যক্তি মালিকানাধীন আরো ২০টি বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ নামে শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিমি দৈর্ঘ্যের প্রস্তাবিত এ রুটে পর্যায়ক্রমে ১০০টি বাস চালু করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থেকে ঘাটারচর টু কাচপুর রুটের উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, পরীক্ষামূলক নতুন রুটে কোনো পুরোনো বাস থাকবে না। এ রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাস থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেয়া হবে। এর সাথে নতুন বাস যোগ হবে। সবমিলিয়ে এ রুটে ১০০টি নতুন বাস চলাচল করবে।

তিনি আরো বলেন, রাজধানীতে আগামীকাল থেকে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে পারবে না। এজন্য কাল থেকে রাস্তায় অভিযান চালানো হবে। রুট পারমিটবিহীন কোনো বাস পাওয়া গেলে তা মাতুয়াইলে ডাম্পিং করা হবে।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে চলাচলকারী পরিবহনের ড্রাইভার এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে। নতুন এ রুটে ৪০টির বেশি যাত্রী ছাউনি করা হচ্ছে। বাস বে হবে ১৬টি। এছাড়া এ রুটের বাসগুলোর রঙ হবে সবুজ। এ রুট চালু হলে রাজধানীর যানজট কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রতিদিনবিডি২৪/হাসান;

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen