পদ্মা সেতুতে বসলো ৩৩তম স্প্যান।আর বাকী ৮টি স্প্যান,
অনলাইন ডেস্ক ;
পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৩ তম স্প্যানটি। সোমবার দুপুর ১২টার দিকে স্প্যানটি সফলভাবে বসানো হয়। এর মাধ্যমে পদ্মা সেতুর দৃশ্যমান হলো প্রায় ৫ কিলোমিটার অংশ।
৩২তম স্প্যান বসানোর ৮ দিন পর বসনো হলো ৩৩তম স্প্যানটি। সবকিছু ঠিকঠাক থাকায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনে স্প্যানটি বহন করে নির্ধারিত পিলারের কাছে আনা হয়।
এরপর শুরু হয় স্প্যান বসানোর কাজ। দুপুর ১২টা নাগাদ স্প্যান বসানোর কাজ শেষ হয়। তবে নদীর স্রোত বা অন্য কোনো কারণে সমস্যা দেখা না দেয়ায় স্প্যান বসানোর কাজ খুব ভালোভাবেই হয়েছে বলে জানিয়েছে প্রকল্পের কর্তৃপক্ষ। এর আগে ১১ অক্টোবর সেতুর ৩২তম স্প্যান বসানোর ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে না থাকায় দুদিন সময় লাগে স্প্যানটি বসাতে।
পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানো হওয়ায় বাকি থাকল আর ৮টি স্প্যান। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করে রাখা আছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। গত ৩০ মে পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর ২৮টি স্প্যান বসানো হয়। গত ৩০ মে জাজিরা প্রান্তে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের (খুঁটি) উপর বসানো হয় ৩০তম স্প্যান। এরপর চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর ৩১তম স্প্যান।
প্রতিদিনবিডি২৪/হে,ই,বাদল
Leave a Reply