পদ্মা সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কার ঘটনায় সেতু এলাকা এড়ানোর জন্য বাংলাবাজার ঘাটকে সরিয়ে সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাট থেকে ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে নাব্যতা–সংকটের কারণে আপাতত চালু করা যাচ্ছেনা ঘাটটি। আগামী রোববার ঘাটটি চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্য বিভাগের পরিচালক এস এম আশিকুজ্জামান।
তিনি বলেন, শিমুলিয়া–মাঝিরকান্দি রুটে ফেরি চালানো বিষয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৬ আগস্ট)অনলাইনে একটি সভা হয়।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর ৩৭ থেকে ৩৯ নম্বর পিলার পর্যন্ত এলাকায় পানির গভীরতা কমে যাওয়ায় চ্যানেলটি ড্রেজিং করতে হবে। এ ছাড়া যানবাহন মঙ্গল মাঝির ঘাটের যে সড়কটি ব্যবহার করবে সেটি প্রশস্ত না হওয়ায় এই সড়কের গনির মোড়ের জায়গাটি আরও প্রশস্ত করে রোববার ঘাটটি চালুর চেষ্টা করা হবে।
বিআইডব্লিউটিএ জানায়, গতকাল বুধবার ৩৭ থেকে ৩৯ নম্বর পিলার এলাকার চ্যানেলে পানির গভীরতা ছিল ১২ ফুট। আজ গভীরতা পাওয়া গেছে ৬ ফুট।
বিআইডব্লিউটিএ আরও জানায়, সাত্তার মাদবর মঙ্গল মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল করবে পদ্মা সেতুর ভাটিতে। পদ্মা সেতুর যে চ্যানেল দিয়ে এখন লঞ্চ চলাচল করছে সেই পথ ধরেই ফেরি চলবে। ফেরিগুলো অন্তত তিন কিলোমিটার পথ পদ্মা সেতুর পাশ দিয়ে চলবে।
১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে। স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই পথে ফেরি ছাড়া হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
গত ২১ আগস্ট থেকে নতুন ফেরি ঘাটের নির্মাণ কাজ চলছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের দূরত্ব ১০ কিলোমিটার। ফেরিতে ১ ঘণ্টা থেকে ২ ঘণ্টা সময় লাগে। এখন সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব দুই কিলোমিটার কমে ৮ কিলোমিটারে পৌঁছেছে। এতে পারাপারে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগবে।
নতুন এ ঘাটে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি দপ্তরের জরুরি গাড়ি পারাপার করা হবে। ঘাটের জন্য একটি রো রো ফেরির পন্টুন আনা হয়েছে। এ ঘাটে তিন থেকে চারটি কে টাইপ ফেরি চলবে।
প্রতিদিনবিডি২৪/শম্পা
Leave a Reply