1. [email protected] : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২০, ০৪:২৩ অপরাহ্ন
আমাদের ভিষন;

*সত্য প্রকাশে আমরা দূর্বার*বিজ্ঞাপন, প্রচার ও সাক্ষাতকারের জন্য ০১৭১১ ৩৩৬২৩৩ নাম্বারে যোগাযোগ করুন।*

প্রধান খবর
ফ্ল্যাট ও জমির রেজিস্ট্রেশন ফি কমিয়েছে সরকার। ডিপিডিসি’র ৪প্রকৌশলী বরখাস্ত, ৩৬জনকে শোকজ। ব্রিটেনের বর্ষসেরা চিকিৎসক বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা; যাহা বলিব সত্য বলিব; দেশেই আবিস্কার করোনা ভ্যাকসিন : ডা.আসিফের কান্না ছুঁয়েছে দেশবাসীকে। ‘পাটকল শ্রমিকরা সাড়ে ১৩ লাখ টাকা করে পাবেন’ বাজেটের কপি ছেঁড়া বিএনপি’র ঔদ্ধত্যের নতুন বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী। আমলা নির্ভর’ বাজেট প্রত্যাখ্যান বিএনপির। আবাসিক বাসা-বাড়ীতে নতুন গ্যাস সংযোগ নিয়ে সুখবর; ঘনবসতিপূর্ণ এলাকায় পশুর হাট বসতে দেয়া হবেনা: মেয়র ঢাকা উত্তর সিটি; আলহামদুলিল্লাহ্, আমি যেভাবে করোনা থেকে সুস্থ্য হলাম!! ২০ কোটি টাকা খাবারের বিলের খবর মিথ্যা: হাসপাতাল পরিচালক। পানির নিচে ৩০ঘন্টা। দোকানপাট–শপিংমল খোলা রাখার সময় বাড়ল সন্ধ্যা ৭টা পর্যন্ত। থাকা-খাওয়ার বিল ২০কোটি টাকা, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার। অনলাইন পত্রিকায় সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তিঃ করোনায় সিরাজ গঞ্জের সাবেক বিএনপি সংসদ সদস্যের মৃত্যু; “লায়লা আরজুমান্দ বানু” বাসায় ফেরেননি, তিনি ইহলোক ত্যাগ করেছেন। পাটকল চলবে পিপিপির আওতায়, শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক।

আমলা নির্ভর’ বাজেট প্রত্যাখ্যান বিএনপির।

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ;

করোনাকালে স্বাস্থ্যখাতকে গুরুত্ব না দিয়ে আমলা নির্ভর পক্ষপাতদুষ্ট বাজেট করায় বিএনপি তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে উত্তরার বাসা থেকে বাজেট নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, এবারের বাজেট হওয়া উচিৎ ছিল আপদকলীন ও মানবিক বাজেট। কিন্তু এটা করোনাকালীন সময়ের বাজেট হয়নি। এটা হয়েছে প্রোটোটাইপ ব্যুরোক্রেটিভ একটা ফরমেটে তৈরি বাজেট। এই বাজেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বাস্তবায়ন যোগ্যও নয়। আমরা এই বাজেট ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

এই বাজেটকে মানুষের জন্য অকল্যাণকর অভিহিত করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা না করে ধনিক শ্রেণীর স্বার্থ মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বাজেট। এতে করোনায় স্বাস্থ্য সংকটে পড়া মানুষের নাভিশ্বাস আরো বাড়িয়ে দেবে।

মির্জা ফখরুল বলেন, করোনা মহামারিতে স্বাস্থ্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষাকে গুরুত্ব দিয়ে একটি আপদকালীন বাজেট তৈরি করা উচিত ছিল। কিন্ত এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারী মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেবে।

মির্জা ফখরুল বলেন, মহামারীর কারণে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী যে মন্দা থাকবে, তাতে মানুষের আয় ও ব্যয় উল্লেখ যোগ্য ভাবে কমে রাজস্ব আয়ে চরম ঘাটতি তৈরি হবে। এই ঘাটতি গিয়ে ঠেকবে প্রায় ৪ লাখ কোটি টাকায়। ঘাটতি মেটানোর জন্য সরকারের মূল পদক্ষেপ হবে ঋণ করা। বাজেটেই উল্লেখ করা হয়েছে ব্যাংক থেকে নেয়া হবে ৮৫ হাজার কোটি টাকা। যেটা শেষ পর্যন্ত দ্বিগুণে গিয়ে দাঁড়াবে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের এই অকল্পনীয় পরিমাণ টাকা ধার করার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারে শূণ্যের কোঠায় চলে আসবে যা, কর্মসংস্থানের পথ একেবারেই বন্ধ করে দেবে।

মোবাইল ফোন সেবার ওপর কর না কমানোয় এবং করোনাভারাইস পরীক্ষায় ফি নির্ধারণের সমালোচনাও করেন তিনি।

প্রতিদিনবিডি২৪/শহীদুল ইসলাম।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© All rights reserved 2020 protidinbd24

কারিগরি সহায়তা WhatHappen