অনলাইন ডেস্ক ;
করোনাকালে স্বাস্থ্যখাতকে গুরুত্ব না দিয়ে আমলা নির্ভর পক্ষপাতদুষ্ট বাজেট করায় বিএনপি তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে উত্তরার বাসা থেকে বাজেট নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, এবারের বাজেট হওয়া উচিৎ ছিল আপদকলীন ও মানবিক বাজেট। কিন্তু এটা করোনাকালীন সময়ের বাজেট হয়নি। এটা হয়েছে প্রোটোটাইপ ব্যুরোক্রেটিভ একটা ফরমেটে তৈরি বাজেট। এই বাজেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বাস্তবায়ন যোগ্যও নয়। আমরা এই বাজেট ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
এই বাজেটকে মানুষের জন্য অকল্যাণকর অভিহিত করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা না করে ধনিক শ্রেণীর স্বার্থ মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বাজেট। এতে করোনায় স্বাস্থ্য সংকটে পড়া মানুষের নাভিশ্বাস আরো বাড়িয়ে দেবে।
মির্জা ফখরুল বলেন, করোনা মহামারিতে স্বাস্থ্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষাকে গুরুত্ব দিয়ে একটি আপদকালীন বাজেট তৈরি করা উচিত ছিল। কিন্ত এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারী মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেবে।
মির্জা ফখরুল বলেন, মহামারীর কারণে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী যে মন্দা থাকবে, তাতে মানুষের আয় ও ব্যয় উল্লেখ যোগ্য ভাবে কমে রাজস্ব আয়ে চরম ঘাটতি তৈরি হবে। এই ঘাটতি গিয়ে ঠেকবে প্রায় ৪ লাখ কোটি টাকায়। ঘাটতি মেটানোর জন্য সরকারের মূল পদক্ষেপ হবে ঋণ করা। বাজেটেই উল্লেখ করা হয়েছে ব্যাংক থেকে নেয়া হবে ৮৫ হাজার কোটি টাকা। যেটা শেষ পর্যন্ত দ্বিগুণে গিয়ে দাঁড়াবে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের এই অকল্পনীয় পরিমাণ টাকা ধার করার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারে শূণ্যের কোঠায় চলে আসবে যা, কর্মসংস্থানের পথ একেবারেই বন্ধ করে দেবে।
মোবাইল ফোন সেবার ওপর কর না কমানোয় এবং করোনাভারাইস পরীক্ষায় ফি নির্ধারণের সমালোচনাও করেন তিনি।
প্রতিদিনবিডি২৪/শহীদুল ইসলাম।
Leave a Reply